হামজার হাতে বাংলাদেশের পাসপোর্ট

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৫৬ এএম | ২৪ আগস্ট, ২০২৪

বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর খুব কাছে চলে এসেছেন হামজা চৌধুরী। বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়ে গেছেন তিনি। এখন স্রেফ এফএ আর ফিফার অনুমতি মিললেই তিনি আনুষ্ঠানিকভাবে বনে যাবেন বাংলাদেশের ফুটবলার।

বেশ কিছু দিন আগেই বাংলাদেশি পাসপোর্ট হয়ে গিয়েছিল তার। তবে ব্যস্ততার কারণে তিনি বা তার পরিবারের কেউ হাইকমিশনে গিয়ে সেটা হাতে নিতে পারেননি। পারলেন গতকাল শুক্রবার।

বিষয়টা নিশ্চিত করে জানালেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন, ‘হামজার পরিবার পাসপোর্ট সংগ্রহ করেছে বলে আমাদের জানিয়েছেন। আমরা এখন সামনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার জন্য অগ্রসর হব।’

এর ফলে হামজা খুব কাছে চলে এসেছেন লাল সবুজের জার্সি গায়ে চড়ানোর। এখন চাই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র। বয়সভিত্তিক ফুটবলে তিনি খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে। তাই তাদের ছাড়পত্রটা লাগবে এখন। তারপর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত পেলেই রাস্তা পরিষ্কার তার। 

ইংলিশ ফুটবলের রাডারে এমনিতেও নেই হামজা চৌধুরী। ফলে তাদের অনাপত্তিপত্র যে মিলবে তা অনেকটাই নিশ্চিত। সেটা পেয়ে গেলে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনটাও মিলে যাওয়ার কথা। সেক্ষেত্রে বলা যায়, হামজার বাংলাদেশ ফুটবলে ঢোকার পথ অনেকটাই পরিষ্কার।

তবে সেটা আসছে সেপ্টেম্বরের উইন্ডোতেই সম্ভব নয়। চলতি বছরের অন্য উইন্ডোয় তাকে আনার এ চেষ্টা সম্পন্ন করতে চায় বাফুফে।

খেলার দুনিয়া | ফলো করুন :