বার্সা ছেড়ে আবারও সিটিতে গুন্দোয়ান
গেল মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ইলকায় গুন্দোয়ান। মাত্র এক মৌসুম খেলেই ক্লাবটা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন তিনি।
বার্সেলোনার সঙ্গে চুক্তিটা ২ বছরের ছিল তার। তবে ক্লাবের আর্থিক সমস্যার কারণে এক বছর আগেই দুই পক্ষের সম্মতির ভিত্তিতে তাকে ছেড়ে দেয় কাতালান দলটা। এরপর তিনি আবারও তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরে গেলেন।
গুন্দোয়ান তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আমি দারুণ খুশি। যাদের সঙ্গে ৭ বছরেরও বেশি সময় সফলভাবে কাটিয়েছি, তাদের আবারও দেখতে পারাটা বেশ আনন্দের। অনেক উত্থান, পতন দেখেছি, এটা অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা।’
তিনি জানালেন, সিটি ছেড়ে গিয়ে বুঝেছেন, ক্লাবটার অবস্থান তার কাছে কেমন ছিল। তিনি বলেন, ‘যখন আপনি দূরে একটা বছর কাটান, তখন আপনি জায়গাটির আরও বেশি প্রশংসা করতে শুরু করেন। আপনি বুঝতে পারেন যে আপনার কাছে কী ছিল। আপনি বুঝতে পারেন যে সেই সময়টা কতটা আশ্চর্যজনক ছিল। আমি বুঝতে পেরেছি ক্লাবটা কত বড়, এটা বিশ্বসেরা ক্লাব।’