হঠাৎই অবসরের ঘোষণা দিলেন শিখর ধাওয়ান
হঠাৎই অবসরের সিদ্ধান্ত জানালেন ভারতের ক্রিকেটার শিখর ধাওয়ান। সেটাও আবার আন্তর্জাতিক আর ঘরোয়া দুই ধরনের ক্রিকেট থেকেই। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টা জানিয়েছেন তিনি।
ভারতের হয়ে তিনি ১৩ বছরেরও বেশি সময় খেলেছেন। এ সময় তিন ফরম্যাট মিলিয়ে তিনি খেলেছেন ২৬৯টি ম্যাচ। টেস্টে তিনি করেছেন ২৩১৫, টি-টোয়েন্টিতে করেছেন ১৫৭৯ রান। তবে তার সেরা পারফর্ম্যান্সটা তিনি দেখিয়েছেন ওয়ানডেতে। ১৬৭ ওয়ানডেতে তিনি করেছেন ৬৭৯৩ রান।
এই ক্যারিয়ারে তিনি ইতি টেনে দিলেন আজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘একটা গল্প, কিংবা জীবনে এগোতে চাইলে একটা পাতা উলটে ফেলাটা প্রয়োজন। সে কারণে আমি আজ আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’
‘আমি নিজেকে এ কথা বলেছি যে ভারতের হয়ে আর খেলতে পারবে না বলে দুঃখ পেয়ো না, বরং দেশটার হয়ে তুমি খেলেছ, সে কারণে তোমার খুশি হওয়া উচিত।’
৩৮ বছর বয়সী এই ক্রিকেটার সবশেষ ম্যাচটা খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে, ২০২২ সালের ডিসেম্বরে। টি-টোয়েন্টিতে সবশেষ ভারতের হয়ে খেলেছেন আরও আগে। ২০২১ সালের জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন তিনি।
আর সব ধরনের ক্রিকেট মিলিয়ে সবশেষ ম্যাচটা তিনি খেলেছেন এ বছরের এপ্রিলে। তার দল পাঞ্জাব কিংসের হয়ে তিনি খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে, সে ম্যাচে পাওয়া এক চোট তার মৌসুমটাই শেষ করে দিয়েছিল। কে জানত এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে তার!