আসামী সাকিবকে দেশে ফেরাতে আইনি নোটিশ
সাকিব আল হাসানের নামে গত বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করা হয়েছে। সে মামলার তদন্তের স্বার্থে তাকে জাতীয় দলের খেলা থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য বিসিবিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ শনিবার এই আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবি সজীব মাহমুদ আলমের পক্ষ থেকে। তিনি বলেন, ‘তার নামে এখন ক্রিমিনাল মামলা রেকর্ড করা হয়েছে। আইসিসির নিয়ম অনুসারে তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। সে লারমে তাকে দ্রুত জাতীয় দল থেকে বাদ দেওয়া প্রয়োজন।’
গত ২২ আগস্ট বৃহস্পতিবার সাকিব আল হাসানের বিরুদ্ধে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে মামলা দায়ের করা হয়। এই মামলায় প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬জনকে। সেই মামলার ২৮ নম্বর আসামী সাকিব আল হাসান।
মামলার এজাহারে বাদী রফিকুল অভিযোগ করেন, গেল ৫ আগস্ট আদাবরে মিছিলে যোগ দেন তার ছেলে রুবেল। আসামীদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ সঙ্গে প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোঁড়ে। যার ফলে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে তিনি এক দিন থাকার পর ৭ আগস্ট চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।