সেঞ্চুরি করে রেকর্ড মুশফিকের, আরেক কীর্তির হাতছোঁয়া দূরত্বে

সেঞ্চুরি করে রেকর্ড মুশফিকের, আরেক কীর্তির হাতছোঁয়া দূরত্বে

আগের দিন সাদমান ইসলাম সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে মুশফিকুর রহিম সে ভুলটা করলেন না। ঠিকই তুলে নিলেন ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি।

এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন মুশফিক। বাংলাদেশিদের মধ্যে বিদেশের মাটিতে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি তার। এর আগে এই কীর্তি ছিল তামিম ইকবালের। বিদেশের মাটিতে তার সেঞ্চুরি ছিল ৪টি।

আজকের আগ পর্যন্ত মুশফিকেরও বিদেশের মাটিতে সেঞ্চুরির সংখ্যা ছিল ৪। ২০১৩ সালে গলে প্রথম বিদেশের মাটিতে সেঞ্চুরিটা পেয়েছিলেন তিনি। এরপরের বছর কিংসটাউনে উইন্ডিজের বিপক্ষে করেন আরও এক সেঞ্চুরি। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও সে বছরই হায়দরাবাদে ভারতের বিপক্ষে পেয়েছিলেন চতুর্থ অ্যাওয়ে সেঞ্চুরিটা। তার প্রায় সাত বছর পর বিদেশের মাটিতে আরও একটা সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক, তাতেই রেকর্ডটা গড়া হয়ে গেল তার।

এই রেকর্ড তাকে আরও এক কীর্তির খুব কাছে নিয়ে গেছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি মুমিনুল হকের। ১২টি টেস্ট সেঞ্চুরির মালিক তিনি। আজ ১১তম সেঞ্চুরি করে তার থেকে একটি মাত্র শতকের দূরত্বে চলে এসেছেন মুশফিক।

সম্পর্কিত খবর