মুশফিক-মিরাজের শতরান পেরোনো জুটিতে লিড বাংলাদেশের
৬ উইকেটে ৪৪৮ রানের বড় সংগ্রহ তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বেশ স্বাচ্ছন্দ্যেই ছিল পাকিস্তান। স্বাগতিকদের লক্ষ্য ছিল দ্রুতই বাংলাদেশের প্রথম ইনিংস থামিয়ে পুরো ম্যাচেই চালকের আসন দখল করা। তবে রাওয়ালপিন্ডিতে বোলাররা ব্যর্থ হলেও দলীয় ব্যাটিং পারফর্মের নান্দনিক প্রদর্শন দেখান সাদমান-মুশফিকরা। সাদমান সেঞ্চুরির একদম দ্বারা এসে ফিরলেও মুশফিক তুলে নিয়েছেন সেঞ্চুরি। সঙ্গে ফিফটি করেন মুমিনুল-লিটনরা। এতেই চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এসে লিড পেল নাজমুল হোসেন শান্তর দল।
শেষ খবর পাওয়ার পর্যন্ত ১৩৭ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৫০ রান। এই মুহূর্তে বাংলাদেশ এগিয়ে আছে রানে ২।
এদিকে সপ্তম উইকেটে ইতিমধ্যে মুশফিক ও মিরাজের জুটি ছাড়িয়েছে একশ (১১৮ রান) রানে। টেস্ট ক্রিকেটে নিজের ১১তম সেঞ্চুরি তুলে মুশফিক অপরাজিত আছেন ১৩৯ রানে। অন্য প্রান্তে মিরাজ ব্যাট করছেন ৩৯ রানে।
এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটাও ছিল বাংলাদেশের দখলে। সেখানে দিনের খেলা শেষে ৯২ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১৬ রান। পরে চতুর্থ দিনে এখন পর্যন্ত ৪৫ ওভারে ১৩৪ রান যোগ করেছে সফরকারীরা। যেখানে উইকেট হারিয়েছে স্রেফ একটি, লিটন দাস ফিরেছেন ৫৬ রান করে।