৪৭ রানের লিড নিয়ে চা বিরতিতে মুশফিক-মিরাজরা

৪৭ রানের লিড নিয়ে চা বিরতিতে মুশফিক-মিরাজরা

রাওয়ালপিন্ডি টেস্টের আজকের (চতুর্থ দিন) দ্বিতীয় সেশনেই লিড নিয়ে নেয় বাংলাদেশ। সেখান থেকে দলীয় সংগ্রহ ৫০০-ছুঁইছুঁই রেখে চা বিরতিতে যায় নাজমুল হোসেন শান্তর দল। ১৪৮ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৯৫ রান। সফরকারীরা এগিয়ে আছে ৪৭ রানে।

দ্বিতীয় সেশনে কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ। সেখানে ৩১ ওভারে স্কোরবোর্ডে ১০৬ রান যোগ করেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তাদের জুটি বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ রানে। সেখানে মুশফিক দেড়শ পেরিয়ে অপরাজিত আছেন ১৭৩ রানে। মিরাজ পূর্ণ করেছেন ফিফটি।

এছাড়া দিনের দুই সেশন মিলিয়ে ৫৬ ওভার খেলেছে সফরকারীরা। সেখানে তারা করেছে ১৭৯ রান এবং উইকেট হারিয়েছে স্রেফ একটি। দলীয় ৩৩২ রানের মাথায় লিটন দাস ফিরেছেন ৫৬ রান করে।

বোলাররা ব্যর্থতা দিয়ে পাকিস্তান সফর শুরু হলেও ব্যাটারদের জন্য এটি যেন স্বপ্নের মতো শুরু। সেখানে ২৮ মাস পর ফিরে সাদমান ইসলাম তো সেঞ্চুরিটা পেয়েই গিয়েছিলেন। তবে নার্ভাস নাইন্টিসের শিকার হয়ে ফিরেছেন ৯৩ রান করে। এছাড়া মুমিনুল করেছেন ৫০ রান। অর্থাৎ, মুশফিকের সেঞ্চুরি বাদে ফিফটি করেছেন চার ব্যাটার। ম্যাচটির ফলাফল সম্ভাব্য ড্রয়ের দিকে গেলেও দলীয় পারফর্মের এমন নান্দনিক প্রদর্শন স্বাভাবিকভাবেই চাঙ্গা রাখবে নাজমুল হোসেন শান্তর দলকে। 

 

সম্পর্কিত খবর