টস জিতে ব্যাটিংয়ে ভারত
গতকাল রাতেই একটা ম্যাচ শেষ করেছে ভারত। তার ঠিক ১৬ ঘণ্টা পরই আরও একটা ম্যাচে নেমে পড়তে হচ্ছে রোহিত শর্মার দলকে। সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে দলটি।
এ ম্যাচে টসভাগ্য সঙ্গ দিয়েছে রোহিতকে। ভারত টস জিতে নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত। রোহিত বলেন, 'আগের ম্যাচটা অনেক ভালো খেলেছি আমরা। তবে আজকের ম্যাচটা আমাদের জন্য নতুন একটা দিন। উইকেটটা অনেক শুকনো মনে হচ্ছে, ঘাসও নেই।'
এদিকে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানালেন, তিনিও টস জিতলে ব্যাটই করতে চাইতেন। কারণটাও ওই একই। তবে ভারতের বিপক্ষে যে কোনো মূল্যে জেতার প্রত্যয় নিয়ে নামছে তার দল। তার কথা, 'আমাদের তুলনায় তারা বেশ শক্তিশালী একটা দল। আমাদের ভালো একটা ম্যাচ খেলতে হবে।'
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।