অস্ট্রেলিয়াকে ৩০০ করতে দিল না ইংল্যান্ড
ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ। তবে অস্ট্রেলিয়ার পরিস্থিতিটা তেমন নয় মোটেও, সেমির আশা টিকে আছে ভালোভাবেই। সেটা করতে হলে জিততে হবে সব ম্যাচে। তবে এমন সমীকরণের ম্যাচে পুঁজিটা বড় পায়নি অস্ট্রেলিয়া। ইংলিশদের বোলিং তোপে ২৮৬ রান তুলতেই গুটিয়ে গেছেন প্যাট কামিন্সরা।
টস জিতে ইংলিশরা ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়াকে। বল হাতে শুরু থেকেই ইংল্যান্ড ছিল বেশ দাপুটে। দলীয় ৩৮ রানের মাথায় অজিদের দুই ওপেনার ট্র্যাভিস হেড ও ডেভিড ওয়ার্নারকে ফেরান ক্রিস ওকস। সেই চাপ অবশ্য সামলে নিচ্ছিলেন স্টিভেন স্মিথ ও লাবুশেন মিলে।
তবে ফিফটির আগেই ৪৪ করে ফিরে যান স্মিথ। এরপর ইংলিসও টিকতে পারেননি বেশিক্ষণ। তাতে অস্ট্রেলিয়া চাপে পড়ে যায় আবারও।
লাবুশেন টিকে ছিলেন, তিনি লড়াইটা চালিয়ে যান এক প্রান্ত ধরে। তবে তিনিও ফেরেন দলীয় ১৭১ রানে। পরের গল্পটা অজি ব্যাটাররা লিখেছেন সবাই মিলেই।
গ্রিন ৪৭ ও স্টয়নিস ৩৫ রানে ফিরলেও শেষ দিকে দায়িত্ব নেন অ্যাডাম জাম্পা। ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলে আউট হলে অজিদের ইনিংস থামে ৪৯.৩ ওভারে ২৮৬ রানে।