চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:০৫ পিএম | ২৪ আগস্ট, ২০২৪

রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনের মতো চতুর্থ দিনের পুরো সময়েও ম্যাচের চালকের আসনে থাকল শান্তরাই। মুশফিকের সেঞ্চুরি ও চার ফিফটিতে নিজেদের প্রথম ইনিংসের ৫৬৫ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। সেখানে ১১৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি পাকিস্তানের। শরিফুলের ছন্দে কেবল ১ রান করেই সাজঘরের রাস্তা মাপতে হয় ওপেনার সাইম আইয়ুবকে।

চতুর্থ দিনের শেষদিকে এসে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকরা ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ২৩ রান। এতে দিনের খেলা শেষে বাংলাদেশ এগিয়ে থাকল ৯৪ রানে।

আগের ইনিংসে ফিফটি রানের ইনিংস খেললেও এবার স্রেফ ১ রানেই ফেরেন সাইম। ইনিংসের তৃতীয় ওভারে শরিফুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ওপেনার। পরে আরেক ওপেনার আবদুল্লাহ শফিককে নিয়ে আরও কোনো বিপত্তি ছাড়াই দিনের খেলা শেষ করেন শান মাসুদ। 

এদিকে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রানের সংগ্রহ নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সেখানে দিনের শুরুতেই ৫৬ রান করে নাসিমের বলে সাজঘরে ফেরেন লিটন। তবে মুশফিক আর মিরাজের বিশাল জুটিতেই গড়ে যায় বড় সংগ্রহের ভিত। সপ্তম উইকেটে তাদের জুটি থেকে আসে ১৯৬ রান। যেখানে কেবল ৯ রানের আক্ষেপ নিয়ে ডাবল সেঞ্চুরির একদম দুয়ারে এসে ফেরেন মুশফিক। ৩৪১ বলে ২২ চার ও ১ ছক্কায় তিনি করেন দলীয় সর্বোচ্চ ১৯১ রান। পরে মিরাজের ব্যাটে আসে ৭৭ রান এবং শেষদিকে ১৪ বলে ২২ রানের এক ক্যামিও খেলেন শরিফুল। 

এছাড়া তৃতীয় দিনে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাদমান ফিরেছিলেন ৯৩ রান করে এবং মুমিনুলের ব্যাটে আসে ৫০ রান। এতেই প্রথম ইনিংসে ১৬৭ ওভার ৩ বলে ৫৬৫ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। যা পাকিস্তানের বিপক্ষে হোম- অ্যাওয়ে যেকোনো টেস্টের এক ইনিংসে দলটি সর্বোচ্চ সংগ্রহ। 

এর আগে ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৫৫ রান তুলেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সেই একটি ম্যাচেই ড্র করেছে সাকিব-মুশফিকরা। এবার ৯ বছর পর রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ল নাজমুল হোসেন শান্তর দল।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

পাকিস্তান, ১ম ইনিংস: ৪৪৮/৬ ডি. (১১৩ ওভার) (রিজওয়ান ১৭১*, শাকিল ১৪১, সাইম ৫৬; হাসান ২/৭০, শরিফুল ২/৭৭)

বাংলাদেশ, ১ম ইনিংস: ৫৬৫/১০ (১৬৭.৩ ওভার) (মুশফিক ১৯১, সাদমান ৯৩, মিরাজ ৭৭, লিটন ৫৬, মুমিনুল ৫০; নাসিম ৩/৯৩)

পাকিস্তান, ২য় ইনিংস*: ২৩/১ (১০ ওভার) (শফিক ১২*; শরিফুল ১/১৩)



খেলার দুনিয়া | ফলো করুন :