প্রথম টেস্টের পরই সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:২৪ পিএম | ২৪ আগস্ট, ২০২৪

বাংলাদেশ দল এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি খেলছে। সেই টেস্টের মূল একাদশেই আছেন সাকিব আল হাসান। তবে টেস্ট চলাকালীনই তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নেপথ্যে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা। তারই সূত্র ধরে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে সভায় বসেন বোর্ডের কর্তারা। সেই সভা শেষে জানা যায়, চলমান টেস্ট শেষেই সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।

বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমে বিষয়টি জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দুপুরে বিসিবি কার্যালয়ে শুরু হওয়া সেই মিটিংয়ে বিসিবির এই নবনিযুক্ত সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পরিচালক। 

এদিকে আজ (শনিবার) সকালে সাকিবকে সফর থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে এই আইনি নোটিশ পাঠানো হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবি সজীব মাহমুদ আলমের পক্ষ থেকে। এরপরেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেন বিসিবির কর্তারা। 

সেই সভা শেষে গণমাধ্যমে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো। ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটা এফআইআর হয়েছে, এরপর তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। তাই আমরা কোনো স্ট্যান্স নেওয়ার চিন্তা করিনি। কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেবো।’ 

তবে লিগ্যাল নোটিশ থাকলেও এই চলমান টেস্টে খেলতে সাকিবের কোনো বাঁধা নেই বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। ‘এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং ইমপ্লোয়ি বলতে পারেন। কালকের দিনটা দেখে এরপর সিদ্ধান্ত নিতে পারবো। এখন খেলতে বাধা নেই।’

রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রানের বড় সংগ্রহ পায় নাজমুল হোসেন শান্তর দল। পরে চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৩ রান তুলেছে স্বাগতিকরা। আগামীকাল (রোববার) সিরিজের প্রথম টেস্টের শেষদিন। এরপরই সাকিবকে নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নেবে বিসিবি। 

 

খেলার দুনিয়া | ফলো করুন :