নবজাত পুত্রকে উৎসর্গ করে উইকেট উদযাপন শাহিনের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৪২ পিএম | ২৪ আগস্ট, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগেই পাকিস্তান টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি জানিয়েছিলেন, এই সিরিজে নাও খেলতে পারেন শাহিন শাহ আফ্রিদি। কারণ স্ত্রী আনশা আফ্রিদি ছিলেন সন্তানসম্ভবা। অবশ্য শাহিন খেলছেন রাওয়ালপিন্ডি টেস্টে এবং ম্যাচ চলাকালেই পেলেন সুখবর। পুত্র সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের এই তারকা পেসার।

বল হাতে রাওয়ালপিন্ডি টেস্টের শুরুটা খুব একটা ভালো হয়নি শাহিনের। তবে পুত্র সন্তান ঘরের আসার খবরেই যেন বোলিংয়ের ছন্দটাও ফিরে পেলেন এই বাঁহাতি পেসার। দিনের তৃতীয় ও শেষ সেশনে এসে নেন ২ উইকেট। যার মধ্যে হাসান মাহমুদ উইকেট তুলে নবজাত পুত্রকে উৎসর্গ করার ইশারাতেই উদযাপন করেন শাহিন।

নিজেদের প্রথম সন্তানের নাম আগে থেকেই ঠিক করে রেখেছিলেন শাহিন-আনশা দম্পতি। সেই আলোকেই তাদের প্রথম সন্তানের নাম তারা রেখেছেন আলী ইয়ার শাহিন আফ্রিদি।

এদিকে টেস্ট চলাকালীন এখনই নিজ বাড়ির উদ্দেশে রওনা দিতে পারছেন না শাহিন। তবে পাকিস্তানি একাধিক সংবাদমাধ্যমের সূত্রমতে, চলমান টেস্ট শেষেই বাড়ির উদ্দেশে যাত্রা করবেন তিনি। এতে তাকে নাও দেখা যেতে পারে ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে।

খেলার দুনিয়া | ফলো করুন :