মৌসুমের দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেল ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪/২৫ মৌসুমের শুরুটা ভালোই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহামকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেয়েই নতুন মৌসুম শুরু করেছিল রেড ডেভিলরা। তবে আজ ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হারের স্বাদ হজম করতে হলো এরিক টেন হাগের দলকে।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই প্রভাব বিস্তার করতে থাকে ব্রাইটন। একাধিক আক্রমণের পর প্রথম গোলটির দেয়া পায় তারা ৩২তম মিনিটে। কাওরো মিতোমার বাড়ানো বল ইউনাইটেডের জালে জড়ান ড্যানি ওয়েলবেক। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।
বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে ইউনাইটেড। ৬০তম মিনিটে আমাদ দিয়ালোর গোলে ম্যাচে ফেরত আসে তারা। তার কিছুক্ষণ পর আরও একটি গোলের দেখা পেলেও ভিএআরে সেটি বাতিল হিসেবে গণ্য হয়।
পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ছে দু’দল, এটা নিশ্চিত হয়ে দর্শকরাও অনেকে স্টেডিয়াম ত্যাগ করছিলেন। তবে যোগ করা সময়ে নাটকীয় মোড় নিল ম্যাচ। ৯৫তম মিনিটে গোল পান জোয়াও পেদ্রো। ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট বাগিয়ে নেয় স্বাগতিক ব্রাইটন। হতাশা নিয়েই মাঠ ছাড়েন ইউনাইটেডের খেলোয়াড়রা।