লেভান্ডভস্কির গোলে জিতল বার্সা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৩৭ এএম | ২৫ আগস্ট, ২০২৪

আগের ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক বনে গিয়েছিলেন। রবার্ট লেভান্ডভস্কি আরও একবার নায়ক বনে গেলেন বার্সার। তার জয়সূচক গোলেই যে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। 

নিজেদের মাঠে গতকাল রাতের ম্যাচে বার্সা এগিয়ে যায় ম্যাচের শুরুর দিকেই। ১৯ মিনিটে পেদ্রি গনজালেসের নেওয়া ফ্রি কিক গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বক্সের বাইরে থেকে লামিন ইয়ামালের নেওয়া শট বিলবাও ডিফেন্ডারের গায়ে লেগে জড়ায় জালে।

এরপর বার্সা দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিল ৩৬ মিনিটে। তবে লেভান্ডভস্কির শট গিয়ে আটকায় ক্রসবারে। এরপর ৫৭ মিনিটে আরও একবার তার হেডার প্রতিহত হয় বারপোস্টে। 

তার আগে ৪২ মিনিটে পেনাল্টি দিয়ে বসে দলটা। পাউ কুবারসি ফাউল করে বসেন বিলবাও ফরোয়ার্ডকে। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ওইহান সাঞ্চেত। 

জয়সূচক গোলের জন্য বার্সা এরপর বেশ কাঠখড় পুড়িয়েছে। তবে সমতাটা মিলেছে গিয়ে ৭৫ মিনিটে পেদ্রির ক্রস গোলরক্ষক ঠেকিয়ে দেন, তবে ফিরতি শটে তাকে ফাঁকি দেন লেভা। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় বার্সার।

 

খেলার দুনিয়া | ফলো করুন :