ইতিহাস গড়ার খুব কাছে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:২৩ পিএম | ২৫ আগস্ট, ২০২৪

কে ভেবেছিল রাওয়ালপিন্ডি টেস্টটা এভাবে জমে উঠবে! প্রথম টেস্টের শেষ দিনের প্রথম সেশনে বাংলাদেশ করেছে সেটাই। তুলে নিয়েছে পাকিস্তানের ৫ উইকেট। প্রথম সেশনটা পাকিস্তান শেষ করেছে ৬ উইকেট খুইয়ে ১০৮ রান তুলে। তাতেই ইতিহাস গড়া এক জয়ের খুব কাছে চলে গিয়েছে বাংলাদেশ।

পাকিস্তান মাত্র এক উইকেট হারিয়ে পঞ্চম দিন শুরু করেছিল আজ। তবে পরিস্থিতিটা বদলে গেল আজ সকালে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বিদায় নেন প্রথমে। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথম ইনিংসে বাবর আজমকে বিদায় করা শরিফুল ইসলাম, দ্বিতীয় ইনিংসেও সুযোগ তৈরি করেছিলেন। তবে এবার উইকেটের পেছনে লিটন দাস সুযোগটা নিতে পারেননি।

সেই বাবরকে বিদায় করেন তরুণ পেসার নাহিদ রানা। তার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে তা স্টাম্পে টেনে আনেন বাবর। এরপর সৌদ শাকিলকে রানের খাতা খোলার আগেই ফেরান সাকিব। 

এরপর বিদায় নেন ওপেনার আবদুল্লাহ শফিক। সাকিবের বলে স্টাম্প ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে গিয়েছিলেন, স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর দুই বল পর মিরাজের ভ্যারিয়েশনে বিভ্রান্ত হয়ে স্লিপে সেই সাদমানকে ক্যাচ দেন সালমান আলী আগা। ১০৫ রান তুলতে ৬ উইকেট খুইয়ে বসে পাকিস্তান। 

পাকিস্তান সেশনটা শেষ করে মোহাম্মদ রিজওয়ান আর শাহিন শাহ আফ্রিদিকে উইকেটে রেখে। তবে স্পিন যেভাবে বোলারদের সাহায্য করছে, তাতে বাংলাদেশ জয়ের সুবাস নিয়েই মধ্যাহ্ন বিরতিতে গেছে।

খেলার দুনিয়া | ফলো করুন :