বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

রাওয়ালপিন্ডিতে সিরিজের টেস্টের প্রথম ইনিংসে সাকিব আল হাসান পেয়েছিলেন ১ উইকেট। তবে পরের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেট তুলে ফেলেছেন তিনি।

আর তাতেই সাকিব গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট এখন তারই।

তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের উইকেট ৭০৭টি। আজ তিনি টপকে গেছেন কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরিকে। ৩৬২ টেস্ট, ৩০৫ ওয়ানডে এবং ৩৮ টি-টোয়েন্টি মিলিয়ে ভেট্টোরি ৭০৫ উইকেট নিয়ে এতদিন সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার ছিলেন। আজ রাওয়ালপিন্ডিতে তাকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে গেলেন সাকিব।

ম্যাচের আগে ৭০৩ উইকেট নিয়ে দুইয়ে ছিলেন সাকিব। প্রথম ইনিংসে ১ উইকেটের নেন তিনি। আজ দিনের প্রথম সেশনে সৌদ শাকিলের উইকেট তুলে ভেট্টোরির কীর্তি ছুঁয়ে ফেলেন সাকিব। পরে ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট তুলেই ছাড়িয়ে যান ভেট্টোরিকে।

সম্পর্কিত খবর