ইতিহাস গড়তে বাংলাদেশের চাই ৩০ রান

ইতিহাস গড়তে বাংলাদেশের চাই ৩০ রান

ইতিহাস গড়ার খুব কাছে চলে গেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে পাকিস্তানকে অলআউট করে দিয়েছে ১৪৬ রানে।

এখন জিততে হলে দলের চাই ৩০ রান। সেটা তুলে ফেলতে পারলেই প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর স্বাদ পাবে বাংলাদেশ।

পঞ্চম দিনের শুরুটা পাকিস্তান করেছিল ১ উইকেটে ২৩ রান হাতে নিয়ে। এরপর আজ সাকিব ও মিরাজের স্পিন ঘূর্ণির কবলে পড়ে স্বাগতিকরা।

দলে ফিফটি পেরোনো ইনিংস মোটে একটা, সেটা খেলেছেন মোহাম্মদ রিজওয়ান (৫১)। এর আগে প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ ১৭১ রানও এসেছিল তার ব্যাট থেকেই।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন সাকিব ও মিরাজ। একটি করে নেন তিন পেসার শরিফুল, হাসান ও নাহিদ।

সম্পর্কিত খবর