রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:০৬ পিএম | ২৫ আগস্ট, ২০২৪

পাকিস্তান ইনিংস শেষেই মূলত জয়টা নিশ্চিত ছিল বাংলাদেশের। ৩০ রান আর এমন কী! জাকির হাসান আর সাদমান ইসলাম মিলে কোনো বিপদ হতে দেননি, দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে হারাল ১০ উইকেটে। তাতে ইতিহাসও গড়া হয়ে গেল, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর কীর্তি প্রথমবারের মতো গড়ে ফেলল টাইগাররা। 

রাওয়ালপিন্ডি টেস্টটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১৪তম টেস্ট। এর আগের ১৩ টেস্টের ১২টিতেই হেরেছে বাংলাদেশ। স্রেফ ২০১৫ সালে খুলনার টেস্টটি হয়েছিল ড্র। অবশেষে দলটির বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথম জয়ের দেখা পেলেন সাকিব-মুশফিকরা। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া এই জয়ের ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে।

বিদেশের মাটিতে এটিই বাংলাদেশের উইকেটের হিসেবে সবচেয়ে বড় জয়। কার্যত টেস্টে ১০ উইকেটের ব্যবধানে এই প্রথম কোনো ম্যাচ জিতল শান্তরা।

এই টেস্টের শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানের দাপট ছিল স্রেফ দ্বিতীয় দিনেই। এর আগে পরে বাংলাদেশ রীতিমতো চালকের আসনেই ছিল। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কোনোকিছুতেই পাকিস্তান পাত্তা পায়নি বাংলাদেশের কাছে। 

টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে। এখন নিশ্চয়ই সে সিদ্ধান্ত নিয়ে আফসোস করছে পাক ম্যানেজমেন্ট, শুধু কি সে সিদ্ধান্ত? এই টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার না খেলানোর সিদ্ধান্তটাকেও তো দুষতে পারে তারা!

সে যাই হোক, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে তোলে ৫৬৫ রান। গতকাল ব্যাট করতে নেমে শুরুতেই সাইম আইয়ুবের উইকেট খুইয়েছিল পাকিস্তান। তবু আজ তাদের আশা ছিল ড্রয়ের। কিন্তু সেটাও উবে গেল প্রথম সেশনে। একে একে পাঁচ উইকেট খুইয়ে দলটা ছিল খাদের কিনারে। 

সেখানে তাদের একমাত্র আশা ছিল মোহাম্মদ রিজওয়ানের ব্যাট। তবে সেটা টেকেনি বেশিক্ষণ। ইনিংসের একমাত্র ব্যাটার হিসেবে ফিফটি এসেছে তার ব্যাট থেকেই। তবে তার আগে পরের ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তান বাংলাদেশকে দিতে পারে মোটে ৩০ রানের লক্ষ্য। 

সেটা যে এমন কিছুই না, তা জাকির আর সাদমান মিলে বুঝিয়ে দিলেন ৬.৩ ওভারেই। বাংলাদেশ ম্যাচটা শেষ করে ১০ উইকেটে জিতে। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের পর এবার গড়ে ফেলে পাকিস্তানের মাটিতেও টেস্ট জেতার কীর্তি।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৪৪৮/৬ ডিক্লেয়ার্ড ও ১৪৬। বাংলাদেশ ৫৬৫ ও ৩০/০

খেলার দুনিয়া | ফলো করুন :