ম্যাচসেরার পুরষ্কারের টাকা বন্যার্তদের সাহায্যে দিলেন মুশফিক 

ম্যাচসেরার পুরষ্কারের টাকা বন্যার্তদের সাহায্যে দিলেন মুশফিক 

‘সাম্প্রতিক বন্যায় আমার দেশের মানুষের কষ্ট দেখে গভীরভাবে উদ্বিগ্ন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এবং সবাইকে অনুরোধ করছি সাহায্য করতে, যাতে বিপর্যস্ত মানুষদের সহায়তা করতে পারি। আমাদের নিজেদের মানুষের পাশে দাঁড়ানো খুব জরুরি।’ কথাগুলো রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন নিজের ফেসবুক পেজের এক পোস্টে বলেছিলেন মুশফিকুর রহিম। 

এবার টেস্ট শেষের পরপরই নিজ কথা রাখলেন দেশসেরা এই উইকেটরক্ষক ব্যাটার। প্রতিশ্রুতি দিয়েছিলেন, বন্যার্তদের জন্য নিজের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করবেন। তারই সূত্র ধরে, রাওয়ালপিন্ডি টেস্টের ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যা কবলিত অঞ্চলের মানুষদের সহায়তায় দান করার ঘোষণা দেন মুশফিক। 

রাওয়ালপিন্ডিতে আজ (রোববার) পাকিস্তানকে ১০ উইকেটে হারয়েছে বাংলাদেশ। যা দলটির বিপক্ষে সাকিব-মুশফিকদেড় প্রথম টেস্ট ম্যাচ জয়। যেখানে বড় অবদান আছে মুশফিকের। নিজের প্রথম ইনিংসে ১৯১ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। এতেই জেতেন ম্যাচসেরার খেতাব। পুরষ্কার হিসেবে মুশফিক পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। সেই অর্থের পুরোটায় দেশের ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশ্যে দান করলেন মুশফিক। 

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘বাজিদ ভাই (সঞ্চালক বাজিদ খান), আমার দলের অনুরোধে এই প্রাইজমানি বন্যার্তদের দান করতে চাই। আমি দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে।’

স্রেফ ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি করা হয়নি মুশফিকের। অবশ্য এর আগে তিনটি ডাবল সেঞ্চুরির ইনিংস খেলেছেন তিনি। তবুও রাওয়ালপিন্ডির এই ১৯১ রানের ইনিংসকে অন্যতমসেরা বললেন মুশফিক। 

‘প্রথমেই আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ। অবশ্যই এটি আমার সবচেয়ে ভালো ইনিংসগুলোর একটি। যেমনটি বললেন, বিদেশে তেমন ভালো করিনি। ফলে এটি আমাদের একটি লক্ষ্য ছিল দল হিসেবে, যাতে পারফর্ম করতে পারি।’ 

সম্পর্কিত খবর