জন্মদিনের ঐতিহাসিক জয় ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদের উৎসর্গ করলেন শান্ত
রাওয়ালপিন্ডিতে আজ (রোববার) দারুণ কিছুর সাক্ষী হলেন শান্ত-মুশফিকরা। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। সেটিও আবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ঐতিহাসিক এই জয়ের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের আগেই নিজে কিছু বলার অনুরোধ করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি বলেন, আমরা আজকের এই জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য উৎসর্গ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
জুলাইয়ের মাঝামাঝি থেকে দেশে কোটাকে ঘিরে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে একের পর এক শিক্ষার্থী প্রাণ হারাতে থাকলে শেষ পর্যন্ত সেটি গড়ায় সরকার বিরোধী আন্দোলনে। পরে ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং সবশেষ ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের পতনের মধ্যে দিয়ে শেষ হয় সেই আন্দোলনে। যেখানে সূত্র সাপক্ষে নিহত হয়েছেন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মূলত তাদের উদ্দেশ্যেই রাওয়ালপিন্ডির এই ঐতিহাসিক জয় উৎসর্গ করলেন বাংলাদেশ অধিনায়ক।
এদিকে নাজমুল হোসেন শান্তর আজকে ২৬তম জন্মদিন। বিশেষ এই দিনে বিশেষ কিছুরই সাক্ষী হলেন তিনি। এতে জয়ের আনন্দ যেন হয়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক বাজিদ খান তোলেন শান্তর জন্মদিনের প্রসঙ্গ। সেখানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জয়ের জন্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা খুব বিশেষ ছিল। গত রাতে আমি স্ত্রীর সঙ্গে কথা বলেছি। সে বলেছে, আগামীকাল (আজ রোববার) জিতলে খুব ভালো দিন হতে পারে। শেষ পর্যন্ত আমরা এই ম্যাচটা জিতেছি। এটা আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।’
অধিনায়ক হিসেবে এটি ছিল শান্তর পঞ্চম টেস্ট। যার মধ্যে দুটি বড় জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পরে এবার রাওয়ালপিন্ডিতেও ইতিহাস গড়ল তার দল।
এমন জয়ের বিশ্বাস আগে থেকেই ছিল শান্তর। ‘যখন আমরা সিরিজটা শুরু করেছিলাম, যখন বলেছিলাম, এবার আমরা জিততে চাই, সেটা বিশ্বাস থেকেই বলেছিলাম। বিশ্বাস ছিল, এবার আমরা বিশেষ কিছু করব। যেভাবে আমরা গত ১০-১৫ দিন পরিশ্রম করেছি, আমাদের মধ্যে বিশ্বাস ছিল, বিশেষ কিছু করতে পারব।’