অপেক্ষা এখন ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর
আনলাকি থারটিন- এর পর অবশেষে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ টেস্টের ১২টিতেই হেরেছে তারা। স্রেফ ২০১৫ সালে খুলনার টেস্টটি হয়েছিল ড্র। অবশেষে দলটির বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। সেটিও আবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এই জয়ের মধ্যে দিয়ে টেস্ট খেলুড়ে নয়টি দেশের বিপক্ষে জিতল বাংলাদেশ। এতে অপেক্ষাটা এখন থাকল ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়ের।
টেস্ট খেলুড়ে কেবল এই দুই দলেই বিপক্ষেই এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলা ১৩টি টেস্টের ১১টিতেই হেরেছে তারা, ড্র হয়েছে দুটিতে। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১৪ ম্যাচ, যেখানে হেরেছে ১২টিতে, ড্র হয়েছে দুটিতে।
২০০৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। যা ছিল কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে তাদের প্রথম টেস্ট জয়। পরে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ।
এখন পর্যন্ত ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক এই ফরম্যাটে বাংলাদেশে খেলেছে মোট ১৪৩টি ম্যাচ। যেখানে বাংলাদেশ জিতেছে ২০টি ম্যাচে, হেরেছে ১০৫টিতে এবং ড্র হয়েছে ১৮ ম্যাচ।