সাকিব-মিরাজের প্রশংসায় যা বললেন বাংলাদেশ অধিনায়ক
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে নজর কেড়েছেন ব্যাটাররা। মুশফিকের সেঞ্চুরি ছাড়া সাদমান-মুমিনুল-লিটন-মিরাজদের ফিফটিতে ৫৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। তবে প্রথম ইনিংস শেষ হতেই তো লেগে গেল প্রায় চার দিন। টেস্ট তাই তখন ছিল সম্ভাব্য ড্রয়ের পথেই। তবে স্পিনের দারুণ ভেল্কী দেখালেন সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। তাদের নৈপুণ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট ১৪৬ রানে, জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৩০ রানের এবং ১০ উইকেটে উইকেট জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।
দলীয় নৈপুণ্যের শুরুটা তাই ব্যাটিং নৈপুণ্য দিয়ে হলেও শেষদিনে এসে সাকিব-মিরাজ কাঁধে তুলে নেন বড় দায়িত্ব। দু'জন মিলে দ্বিতীয় ইনিংসে তুলেছেন ৭ উইকেট (মিরাজ ৪টি, সাকিব ৩টি)। এছাড়া তিন পেসার শরিফুল, হাসান ও নাহিদ নিয়েছেন একটি করে উইকেট। তাই তো ম্যাচ শেষে সাকিব-মিরাজসহ পুরো বোলিং বিভাগকে আলাদাভাবে প্রশংসায় ভাসালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচশেষে বোলারদের প্রশংসায় শান্ত বলেন, ‘পেসাররা ভালো বোলিং করেছেন। সাকিবের বিষয়টি আমরা সবাই জানি, তিনি কতটা অভিজ্ঞ। মিরাজও অনেকগুলো টেস্ট খেলেছে, সে জানে লাইন ও লেন্থ কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তাদের সঠিক জায়গায় বল করতে পেয়েছে, এতে আমি অনেক খুশি।’
এদিক ব্যাটারদের প্রসঙ্গটাও টানলেন শান্ত। বিশেষ করে গুরুত্ব দিলেন দ্বিতীয় দিনের শেষদিকে প্রথম ইনিংসে ১২ ওভারে খেলে বিনা উইকেটে ২৩ রান তুলেছিল বাংলাদেশ। শান্তর মতে, এটি বড় সংগ্রহে তৃতীয় ও চতুর্থ দিনে দারুণ ভূমিকা রেখেছে।
তবে ম্যাচে জয়ের জন্য একক কাউকে কৃতিত্ব দিতে চান না শান্ত। বললেন এটি দলীয় অর্জন। ‘আমি পুরো সবাইকে সমস্ত কৃতিত্ব দেব, এটি কেবল তাদের কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে।’