দলের ঐতিহাসিক জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন 

দলের ঐতিহাসিক জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন 

বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলেই আজকের দিনটা একটি ঐতিহাসিক দিন। পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছেন শান্ত-সাকিবরা। এই ইতিহাস গড়া জয়ে নাজমুল হোসেন শান্তর দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

রাওয়ালপিন্ডি টেস্ট শেষের কিছুক্ষণ বাদেই আজ (রোববার) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিন্দন জানান ক্রীড়া উপদেষ্টা। 

সেই পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাই।’ 

এদিকে দেশ এখন ভয়াল বন্যায় থাবায় জর্জরিত। বন্যার কারণে ১০টির বেশি জেলায় হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। লাখো মানুষের জীবন এখন সঙ্কটাপন্ন। তবে দেশের এই ক্রান্তিকালে বিদেশের মাটিতে বাংলাদেশের এমন জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির। সেই প্রসঙ্গ টেনে এবং আরও একবার বন্যা পরিস্থিতিতে সবাইকে আরও একবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। ‘দেশের সার্বিক সংকটাপন্ন পরিস্থিতি এবং বন্যার ফলে সৃষ্ট ক্রান্তিকালে এই ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির। জাতীয় ক্রিকেট দলের পরবর্তী টেস্ট ম্যাচসহ  ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।’ 

দেশের বন্যায় মোকাবেলায় ইতিমধ্যেই নেমে পড়েছেন নানা মহলের মানুষ। রাওয়ালপিন্ডি টেস্টের ম্যাচসেরার পুরষ্কার জেতা মুশফিকুর রহিম সিদ্ধান্ত নিয়েছেন পুরস্কারের পুরো ৩ লাখ পাকিস্তানি রুপি বন্যার্তদের সহায়তায় দান করার জন্য। একই পথে হেঁটেছেন লিটন দাসও। তিনি জিতেছেন এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরষ্কার। সেই টাকা তিনিও দান করে দেন বন্যার্তদের জন্য। সেই প্রসঙ্গে লিটন দাস বলেন, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।’ 

সম্পর্কিত খবর