অভিষেকেই এন্দ্রিকের ইতিহাস, রিয়ালের সহজ জয়
রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপের অভিষেকটা হয়েছে আগেই। তবে গত রাতে ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচটি ছিল লস ব্লাঙ্কোসদের নিজেদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপের অভিষেক ম্যাচ। সেখানে এই ফ্রেঞ্চ তারকা ফরোয়ার্ড কোনো গোলের দেখা না পেলেও তার দল জিতেছে ৩-০ ব্যবধানে। এতে ঘরের মাঠে দারুণ জয় দিয়েই শিরোপা ধরে রাখার মৌসুম শুরু করলো কার্লো আনচেলত্তির দল।
তবে ম্যাচের একদম শেষদিকে ৮৬তম মিনিটে এমবাপের বদলি হিসেবে রিয়ালের জার্সিতে প্রথমবারের মতো নামেন ‘বিস্ময় বালক’ এন্দ্রিক। নামার ১০ মিনিটের মধ্যে করেন গোল এবং গড়েন ইতিহাস। ম্যাচে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড। যা লা লিগা ইতিহাসে রিয়ালের সবচেয়ে কম বয়সী বিদেশি ফুটবলারের গোল। ম্যাচের দিনে এন্দ্রিকের বয়স ছিল ১৮ বছর ৩৫ দিন।
এদিকে একবিংশ শতাব্দীতে লা লিগা অভিষেকে রিয়ালের সর্বকনিষ্ঠ গোলদাতাও এখন এন্দ্রিক।
ম্যাচের প্রথমার্ধ ছিল নিষ্প্রভ। সেখানে গোলের দেখা পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ৫০তম মিনিটে ফেদে ভালভার্দের এক ফ্রি-কিক প্রতিপক্ষের ফুটবলারের পায়ে লেগে জড়ায় জালে। সেখান থেকে ব্যবধান দ্বিগুণ করতে অবশ্য ম্যাচের শেষদিক পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।
৮৮তম মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এরপরের মুহূর্তটা যেন লিখা ছিল এন্দ্রিকের জন্যই। নিজের গোল করে এবার দারুণ এক অ্যাসিস্ট করেন ব্রাহিম। ৯০+৬ মিনিটে তার থেকে পাস পেয়ে দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন এন্দ্রিক। তার এই ইতিহাসগড়া গোলের মধ্যে দিয়েই ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
মৌসুমের শুরুর ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-১ ব্যবধানে করেছিল রিয়াল। তবে ঘরের মাঠে দারুণ জয়ে ছন্দে ফিরল তারা।