টেস্ট চ্যাম্পিয়নশিপে শান্তদের বড় লাফ
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আটে ছিল বাংলাদেশ। তবে রাওয়ালপিন্ডিতে গতকালের ১০ উইকেটের ঐতিহাসিক জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৪০ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে দুই জয়ে পয়েন্ট ২৪। এতে মোট পাঁচ ম্যাচের পুরো ৬০ পয়েন্টের হিসেবে শান্তদের অর্জন ৪০ শতাংশ পয়েন্ট।
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ঘরের মাঠে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের টানা তিন টেস্টেই হেরে যায় শান্ত-মুশফিকরা। তবে অবশেষে পাকিস্তানকে হারিয়ে জয়ে ফিরল তারা এবং পয়েন্ট টেবিলেও এলো উন্নতি।
এদিকে মোট পয়েন্টের ৬৮ দশমিক ৫২ শতাংশ অর্জনে তালিকার শীর্ষে আছে ভারত। সবচেয়ে বেশি ৯০ পয়েন্ট পেলেও শতকরা হিসেবে ৬২ দশমিক ৫০ শতাংশ নিয়ে দুইয়ে আছে অস্ট্রেলিয়া। সেরা পাঁচের বাকি তিন জায়গা যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার।
পাঁচে থাকা শ্রীলঙ্কার মোট পয়েন্ট ও শতকরা হিসেব বাংলাদেশ সমান। তবে এই চক্রে শান্তরা দুটি ম্যাচ হেরেছে লঙ্কানদের কাছে। সেই বিচারেই এগিয়ে আছে শ্রীলঙ্কা।