১৮৩ রানে অলআউট বাংলাদেশ এ দল

১৮৩ রানে অলআউট বাংলাদেশ এ দল

ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা খুব একটা ভালো হলো না বাংলাদেশ এ দলের। তিনটি এক দিনের ম্যাচের প্রথমটিতে আজ (সোমবার) আগে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ১৮৩ রানেই অলআউট হয়েছে তাওহীদ হৃদয়ের দল। আব্বাস আফ্রিদির পেস তোপে বিধ্বস্ত দলের টপ-মিডল অর্ডারের ব্যাটাররা। ফিফটি পেরোনো ইনিংস খেলেছেন কেবল সাইফ হাসান।

বাংলাদেশ এ দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান এসেছে সাইফ হাসানের ব্যাটে। এছাড়া ৪০ রান করেছেন অলরাউন্ডার ব্যাটার রিশাদ হোসেন।

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান শাহিনস। এবং দলের সেই সিদ্ধান্তের মান রাখেন পেসার মোহাম্মদ আব্বাস আফ্রিদি। একাই নিয়েছেন পাঁচ উইকেট। তাতেই দুই'শ এর নিচে থামে সফরকারীদের ইনিংস।

এদিকে এই সিরিজের আগে দুটি চারদিনের ম্যাচ দুটিই হয়েছে ড্র। এতেই সেই সিরিজের শিরোপাটা ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ এ ও পাকিস্তান শাহিনস।

সম্পর্কিত খবর