বন্যার্তদের কাছে পৌঁছাল বিসিবির ত্রাণ
দায়িত্ব নেওয়ার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দিয়েছিলেন বন্যার্তদের জন্য বিসিবি থেকে দেওয়া হবে এক কোটি টাকা এবং তিন হাজার প্যাকেট শুকনো খাবার। আগে থেকেই শোনা গেলেও শনিবার সেটা গণমাধ্যমের সামনে বিস্তারিত জানান বিসিবির নবনিযুক্ত এই সভাপতি।
গতকাল শেষ হয় প্যাকেজিংয়ের কাজ এবং আজ (সোমবার) সকালে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে কয়েকটি পিক আপ ভ্যান যাত্রা করে বর্ন্যা দুর্গত এলাকার জন্য।
এর আগে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত। এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখবো।’
তারও আগে আন্দোলন পরবর্তী সময়ে স্টেডিয়ামের আশেপাশে সড়কে ট্রাফিক কন্ট্রোল করা ২৫০ জন করে শিক্ষার্থীদের নিয়মিতই খাবারের ব্যবস্থা করেছিলো বিসিবি। তাদের বিশ্রামের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিলো মিডিয়া সেন্টারের ডাইনিংও।