টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ২০২২ আসরে ফাইনালে এই ভারতের কাছেই হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এবার যেন প্রতিশোধ নিতেই মাঠে নেমেছিল বাংলাদেশ। অবশেষে তাই করে দেখাল বাংলার যুবারা। দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটল বাংলাদেশ। ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক নেপাল।
টুর্নামেন্টে এর আগেও তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। হারের স্বাদ পেয়েছে প্রত্যেকবারই। ২০১৭ সালের নেপালের বিপক্ষে হারের পর ২০১৯ ও ২০২২-এ দুবারই ভারতের বিপক্ষে হেরেছে যুবারা। আজ তাই ফাইনালে জায়গা করা ছাড়াও প্রতিশোধ নেওয়ারও দিন ছিল বাংলাদেশের।
প্রথম সেমিতে গতকাল ভুটানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক নেপাল। মূল ম্যাচটি ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। অপরদিকে আজ বাংলাদেশ-ভারতের মূল ম্যাচটিও হয়েছিল ১-১ গোলে ড্র। এরপর খেলা পেনাল্টিতে গড়ালে সেখানে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে দুই দল। ভারত তুলনামূলক বেশি আক্রমণ করছিল, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। অপরদিকে ৩৬তম মিনিটে সুযোগ পেয়েই কাজে লাগান আসাদুল মোল্লা। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠান্ডা মাথায় প্রতিপক্ষের জালে জড়ান তিনি, এগিয়ে যায় বাংলাদেশ।
বিরতির পর যেন রক্ষণভাগ নড়বড়ে হয়ে যায় বাংলাদেশের। বাংলাদেশের গোলরক্ষক এবং অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ ৬৪ মিনিটের দিকে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। সেই সুযোগটাই কাজে লাগায় ভারত। ৭২ মিনিটে সমতায় ফেরে তারা। নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল না আসায় নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
টাইব্রেকারে ভারতের প্রথম শটই ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মোঃ আসিফ। মানসিকভাবে তখনই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর টানা চারটি শট জালে জড়ায় বাংলাদেশ, অন্যদিকে ভারতের পঞ্চম শটটিও আটকিয়ে দিয়ে ম্যাচ জয়ের অন্যতম নায়ক হয়ে যান গোলকিপার আসিফ। জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বাংলাদেশের ফুটবলাররা।