সাকিবকে জরিমানা
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অসদাচরণের জন্য সাকিব আল হাসানকে তার ম্যাচ ফি’র দশ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে সাথে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। অপরদিকে স্লো ওভাররেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট কাটা গিয়েছে স্বাগতিক পাকিস্তানেরও।
সোমবার আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তানকে মোট ম্যাচ ফি'র ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সফরকারী বাংলাদেশকে অন্যদিকে ১৫ শতাংশ জরিমানা দিতে হবে।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে নির্ধারিত সময়ের থেকে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। যার কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে তাদের ৬ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। বাংলাদেশ পিছিয়ে ছিল ৩ ওভার। তাই পাকিস্তানের অর্ধেক পয়েন্ট, অর্থাৎ ৩ পয়েন্ট কাটা গিয়েছে নাজমুল হোসেন শান্তদের।
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ও টাইগার অধিনায়ক নাজমুল শান্ত অভিযোগ মেনে নেওয়ায় এই জরিমানার বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
গতকাল টেস্টের পঞ্চম দিনে মোহাম্মদ রিজওয়ানকে লক্ষ্য করে বল ছুঁড়ে মেতেছিলেন সাকিব। তার এই কাজের জন্য সাকিবকে আলাদা করে শাস্তি দিয়েছে আইসিসি। তাদের কোড অব কন্ডাক্টের ১ নম্বর ধারা ভঙ্গ করার অভিযোগ এসেছে টাইগার অলরাউন্ডারের বিপক্ষে। ফলে ম্যাচ ফি’র দশ শতাংশ জরিমানা করা হয়েছে এবং সাকিবের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান আটে আর বাংলাদেশের সপ্তমে। দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিতে পারলে এই র্যাংকিংয়ে আরও এগিয়ে যাবে টাইগাররা।