সাকিবকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে: মুশফিক
খেলার মাঠ কিংবা মাঠের বাইরের কার্যক্রম, বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক শোনাটা নতুন কিছু নয়। চলতি মাসের ২২ তারিখ সাকিবের বিরুদ্ধে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে মামলা দায়ের করা হয়। এরপরই শুরু হয় সাকিবকে নিয়ে আরও এক দফায় আলোচনা-সমালোচনা।
এমন অভিযোগের পর সাকিবকে খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল থেকেই নানারকম কটুকথা শুনতে হচ্ছে। তবে এমন দুঃসময়ে তিনি পেয়েছেন তার জাতীয় দলের সতীর্থদের। শরিফুল, রুবেল, সাব্বির, শান্তদের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সন্ধ্যায় এক পোস্টের মাধ্যমে সাকিবের পাশে দাঁড়ালেন তার পুরোনো বন্ধু মুশফিকুর রহিমও।
নিজের ফেসবুক পেইজে সেই পোস্টে মুশফিক শুরুতে সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল রাওয়ালপিন্ডি টেস্টে বিশ্বের একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক ৭০৭টি উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন সাকিব। এরপর নিজের স্ট্যাটাসের মাধ্যমে সাকিবকে নিয়ে চলমান সমালোচনার বিরুদ্ধে নিজের অভিমত জানিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।
‘আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না। কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু’
পরিষ্কারভাবেই মুশিফিক জানিয়ে দিয়েছেন যে সাকিবের বিরুদ্ধে হওয়া এই হত্যা মামলাটা বিশ্বাসযোগ্য না। তিনি এবং জাতীয় দলের সবাই এই মিথ্যা মামলার বিপক্ষে দাঁড়িয়েছেন।
রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও বোলিংয়ে দারুণ পারফর্ম করেছেন সাকিব। দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এই টেস্টের মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭০৭ উইকেট শিকার করে তিনি এখন সবচেয়ে বেশি উইকেট শিকার করা বাঁহাতি স্পিনার।