পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী, বুঝতে পারছেন না পিটারসেন

পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী, বুঝতে পারছেন না পিটারসেন

বাংলাদেশের কাছে ঘরের মাটিতে গতকাল ১০ উইকেটের বড় ব্যবধানে হারের স্বাদ হজম করেছে পাকিস্তান। এরপর থেকেই তীব্র সমালোচনার শিকার হচ্ছে শান মাসুদের দল। যার সিংহভাগ সমালোচনাই আসছে পাকিস্তানেরই সমর্থক ও সাবেক ক্রিকেটারদের কাছ থেকে।

বিশ্বের অন্যান্য দেশের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরাও পাকিস্তানের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স নিয়ে কথা বলছেন। এবার সে তালিকায় যোগ হলেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘পাকিস্তানে ক্রিকেটের কী হলো? আমি যখন পিএসএলে খেলেছি, ওই লিগের মান দুর্দান্ত ছিল। খেলোয়াড়দের ফর্ম দারুণ ছিল, উঠতি তরুণেরা ছিল দুর্দান্ত। সেখানে এখন হচ্ছেটা কী?’

সাবেক একাধিক ক্রিকেটারের মতে, পাকিস্তান ক্রিকেটের সার্বিক অবস্থার অধঃপতন শুরু হয়ে গিয়েছে আরও ২-৩ বছর আগেই। বোর্ডের অবস্থাও সুবিধাজনক না। সবশেষ ৯টি টেস্ট ম্যাচে জয় পাননি বাবর-রিজওয়ানরা।

দেশের মাটিতেও সাম্প্রতিক সময়ে আশানুরূপ পারফর্ম করতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। গতকাল বাংলাদেশের বিপক্ষে নিশ্চিত ড্র করা সম্ভব যেই ম্যাচ, সেটি হেরে গিয়ে আরও বিপাকে পড়েছে পুরো দল। একে তো বাজে ফর্ম, তার ওপর সমালোচনা হজম করা, সব মিলিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে কিভাবে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয়।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৩০ আগস্ট। রাওয়ালপিন্ডিতেই হবে পরের ম্যাচটিও, অর্থাৎ একই পিচে এবার পাকিস্তান কোন পরিকল্পনায় নামে তা দেখতে অপেক্ষায় আছেন সমর্থকরা। এই সিরিজের পর এরপর আগামী অক্টোবরে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান সফরে, যেখানে হবে তিনটি টেস্ট।

সম্পর্কিত খবর