মেসির বদলে আর্জেন্টিনা দলে দিবালা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:০৯ এএম | ২৭ আগস্ট, ২০২৪

লিওনেল মেসি চোট নিয়ে অনেক দিন ধরেই ভুগছেন। সে কারণে আসছে মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডেও তাকে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। তার বদলে দলে ডাক পেয়েছেন কোপা আমেরিকায় না থাকা পাউলো দিবালা।

লিওনেল মেসি সবশেষ মাঠে নেমেছিলেন গেল ১৫ জুলাই। কোপা আমেরিকার সেই ফাইনালে তিনি পুরো ম্যাচও খেলতে পারেননি। তার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় গোড়ালির চোট নিয়ে। এরপর থেকে শেষ দেড় মাসে তিনি মাঠেই নামতে পারেননি।

তিনি কবে মাঠে ফিরবেন, তা নিয়ে অনেক ধোঁয়াশা হয়েছে। চলতি মাসে তার মাঠে ফেরার একটা সম্ভাবনা থাকলেও তার ক্লাব ইন্টার মায়ামি তা উড়িয়ে দেয়। শেষমেশ নতুন খবর এসেছে, আগামী মাসের মাঝামাঝিতে তিনি ফিরবেন মাঠে।

সে কারণেই মেসিকে স্কোয়াডে রাখেননি আর্জেন্টাইন কোচ স্কালোনি। গতকাল সোমবার প্রকাশিত চূড়ান্ত স্কোয়াডে দেখা যায় তার বদলে দিবালাকে আনা হয়েছে ফিরিয়ে। 

দিবালা ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয়ে বড় এক অবদানই রেখেছিলেন। ফাইনালে নেমে শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপেকে প্রায় নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করেছিলেন দারুণ এক ট্যাকলে। এরপর পেনাল্টি শ্যুট আউটে করেছিলেন গুরুত্বপূর্ণ এক লিড এনে দেওয়া গোল। 

তবে তিনি গেল বছরের মার্চে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলেছিলেন। এরপর থেকেই তিনি দল থেকে ব্রাত্য হয়ে পড়েছিলেন। তবে মেসির চোটে তার কপাল খুলেছে এবার।  জায়গা করে নিয়েছেন দলে। 

এদিকে আর্জেন্টিনা দলে আনহেল দি মারিয়াও নেই। কোপা আমেরিকার ফাইনালের পর তিনি অবসর নিয়ে নিয়েছিলেন। 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও আছে শীর্ষে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে তাদের পয়েন্ট ৬ ম্যাচে ১৫। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে, সমান ম্যাচে তাদের পয়েন্ট ১৩। এদিকে ব্রাজিল রীতিমতো ধুঁকছে এই বাছাইপর্বে, সমান ম্যাচে তাদের পয়েন্ট ৭, আছে তালিকার ষষ্ঠ স্থানে।  

স্কালোনির দল আগামী ৬ সেপ্টেম্বর চিলির বিপক্ষে খেলবে ঘরের মাঠে। এরপর কলম্বিয়ার আতিথ্য নেবে আগামী ১০ সেপ্টেম্বর।

আর্জেন্টিনা স্কোয়াড–
গোলরক্ষক- এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি, ওয়ালতার বেনিতেজ।
ডিফেন্ডার- গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, নিকলাস অতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার- গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, এজকিয়েল ফের্নান্দেজ, এনজো ফের্নান্দেজ, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড- আলেহান্দ্রো গারনাচো, নিকলাস গনজালেজ, লাওতারো মার্তিনেজ, ভালেন্তিন কারবনি, হুলিয়ান আলভারেজ, গুলিয়ানো সিমিওনে, ভালেন্তিন কাস্তেইয়ানোস, মাতিয়াস সুলে, পাউলো দিবালা।

খেলার দুনিয়া | ফলো করুন :