ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন মইন আলী

ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন মইন আলী

ইংল্যান্ডের সীমিত ওভারের দুই বিশ্বকাপ জয়ের বড় কুশীলব ছিলেন মইন আলী ও জনাথন বেয়ারস্টো। তবে তাদের দুজনকে এবার দল থেকে ছেঁটে ফেলেছেন নতুন কোচ মার্কাস ট্রেসকথিক। টি-টোয়েন্টি দলে ডেকেছেন পাঁচ আনকোরা খেলোয়াড়কে। 

সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ভুলেই যেতে চাইবে ইংলিশরা। প্রথমটিতে লিগ পর্বের গন্ডি পেরোতে পারেনি দলটা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়েছে সেমিফাইনালের আগেই। 

যার ফলে গেল মাসে দলটার কোচ ম্যাথিউ মটেরও চাকরি চলে যায়। নতুন কোচ হন মার্কাস ট্রেসকথিক। তার প্রথম অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো সাদা বলের সিরিজ। সহ অধিনায়ক মইন আলীকে এই সিরিজের দল থেকে ছেঁটে ফেলেছেন দায়িত্ব নিয়েই, সঙ্গে ৩৭ বছর বয়সী বেয়ারস্টোকেও ছেড়ে দিয়েছেন তিনি। 

মইন আলীর বদলে স্পিন বোলিং অলরাউন্ডারের শূন্য জায়গাটা তিনি পূরণ করতে চাইছেন জ্যাকব বেথেল আর ড্যান মোসলিকে দিয়ে। মোসলির সঙ্গে জর্ডান কক্স জায়গা পেয়েছেন শুধু টি-টোয়েন্টির দলে। আর টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে স্কোয়াডেও জায়গা পেয়েছেন জশ হাল, জ্যাকব বেথেল আর জন টার্নার।

এদিকে এই দলে নেই জো রুটও। ব্যস্ত গ্রীষ্মের পর তাকে দলে নেওয়া হয়নি ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের’ কারণে। এদিকে জ্যাক ক্রলি, বেন স্টোকস আর মার্ক উডকে এই দলে রাখা হয়নি চোটের কারণে। ফাস্ট বোলার সাকিব মাহমুদ চোট সমস্যা কাটিয়ে ফিরেছেন দলে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হবে এইজেস বোলে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষের পরের দিনই হবে ম্যাচটা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কারস, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মোসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি, জন টার্নার।

সম্পর্কিত খবর