নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন?

নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন?

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের এখন আক্ষেপই হওয়ার কথা। এই বিশ্বকাপের আয়োজন হওয়ার কথা ছিল দেশের মাটিতে। সেখানে নিগার সুলতানাদের এখন খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতে। 

দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বকাপটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মরুর বুকে। এর ফলে মধ্যপ্রাচ্যের বুকে এই প্রথম কোনো নারী বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে।

এই বিশ্বকাপের সূচি গত রাতে ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ম্যাচটা মাঠে গড়াবে আগামী ৩ অক্টোবর । একই দিনে অবশ্য আরও একটি ম্যাচ আছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে একে অপরের।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ধরে রাখার যাত্রা শুরু হবে এক দিন পর। ৫ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন অ্যালিসা হিলিরা। ৪ অক্টোবর ভারত তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে। তার এক দিন পর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 

বিশ্বকাপের দুই ভেন্যু শারজাহ ও দুবাই। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ বাদে বাকি সব ম্যাচ খেলবে শারজায়। দুবাইতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিগাররা মুখোমুখি হবেন দক্ষিণ আফ্রিকার। 

এক নজরে বাংলাদেশের যত ম্যাচ–

প্রতিপক্ষ তারিখ সময় ভেন্যু
স্কটল্যান্ড ৩ অক্টোবর বিকেল ৪টা শারজা
ইংল্যান্ড ৫ অক্টোবর বিকেল ৪টা শারজা
ওয়েস্ট ইন্ডিজ ১০ অক্টোবর রাত ৮টা শারজা
দ. আফ্রিকা ১২ অক্টোবর রাত ৮টা দুবাই

সম্পর্কিত খবর