পাকিস্তানেও বৃষ্টির কবলে বাংলাদেশ, অনুশীলন বাতিল
বৃষ্টির কারণে বাংলাদেশে অনেক জেলা বন্যার কবলে পড়েছে। ঠিক এই সময় বাংলাদেশ ক্রিকেট দল আছে পাকিস্তান সফরে। সেখানেও বাংলাদেশ দল পড়ে গেছে বৃষ্টির কবলে। ইসলামাবাদে বৃষ্টির কারণে নাজমুল হোসেন শান্তর দলের অনুশীলন বাতিল হয়ে গেছে।
প্রথম টেস্টে অবিস্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম দল হিসেবে পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়েছে ১০ উইকেটে। তারপর দ্বিতীয় টেস্টটাও হবে ওই রাওয়ালপিন্ডিতেই।
সেই টেস্টের প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তবে বৃষ্টির কারণে তা আর হতে পারেনি। বিরুপ আবহাওয়ার কারণে অনুশীলন মাঠেই যেতে পারেনি বাংলাদেশ।
শেষ দুই দিন ধরে ইসলামাবাদে বৃষ্টি হচ্ছে বেশ। তার আগে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টেও বৃষ্টির বাগড়া ছিল। প্রথম দিনের প্রথম সেশনটা তো মাঠেই গড়াতে পারেনি এই কারণে।
বাংলাদেশ দল অবশ্য দ্বিতীয় টেস্টের আগে আছে বেশ ভালো অবস্থানে। চোট সমস্যা নেই দলে। কুঁচকির চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না পারা মাহমুদুল হাসান জয়ও সুস্থ হয়ে উঠেছেন। আজ থেকে ব্যাট হাতে নেওয়ার কথা ছিল তার। তবে বৃষ্টির কারণে অনুশীলন হয়নি, যার ফলে ব্যাটিংও করা হয়নি জয়ের।
বাংলাদেশ দলের আশা শুক্রবারের আগে বৃষ্টির প্রকোপ কমার। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ভেন্যু ওই স্মৃতিঘেরা রাওয়ালপিন্ডিই।