সাকিব দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তো?

সাকিব দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তো?

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ইতিহাসই গড়েছে বাংলাদেশ। শেষ দিনে দারুণ বোলিং করে তাতে বড় অবদানই রেখেছেন সাকিব আল হাসান। এরপরও অবশ্য দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে আছে শঙ্কা। এমন পরিস্থিতিতে বিসিবি বার্তা দিয়েছে তাকে।

সাকিবের খেলা নিয়ে শঙ্কার কারণ হলো তার বিরুদ্ধে করা এক মামলা। রাজধানীর আদাবর থানায় সম্প্রতি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যার ২৮ নম্বরে আছে তার নাম। এই মামলার কারণে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল।

তবে বিসিবি জানিয়েছে, সাকিবকে দেশে ফিরিয়ে আনার আইনি নোটিশটি এখনও হাতে পায়নি তারা। সেটা হাতে পেলে আইনি ব্যবস্থা নেবে।

সে কারণে সাকিবের কাছেও উল্টো কোনো বার্তা দেয়নি বিসিবি। তিনি দলের সঙ্গে আছেন। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্টেও খেলবেন তিনি। 

এদিকে বিসিবির শীর্ষ পর্যায় থেকে তাকে দুশ্চিন্তামুক্ত থাকার বার্তা দেওয়া হয়েছে। সাকিবও জবাবে জানিয়েছেন, মামলা ভাবনার ছাপ তার খেলাতে পড়বে না। তার প্রমাণ অবশ্য গত টেস্টেই মিলেছে। শেষ দিনে যখন বোলিং করছিলেন, তখনই তো জানা হয়ে গিয়েছিল তার হত্যা মামলার বিষয়টা!

সম্পর্কিত খবর