দ্রুতই পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান করবেন নাকভি
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের হারের লজ্জা দুইদিন ধরে হজম করতে হচ্ছে পাকিস্তান দলকে। বাংলাদেশ দল যেখানে প্রশংসায় ভাসছে, অন্যদিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তান দলের ওপর দিয়ে। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান তো এবার বলেই দিলেন, দলে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি!
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পরও একই কথা বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট মহসিন নাকভি। যদিও শেষ পর্যন্ত আর তেমন কোনো পরিবর্তন আনেননি তিনি। তবে এবার বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে পুরো বোর্ড। কেন জাতীয় দলের এই ধারাবাহিক ব্যর্থতা, তা খতিয়ে দেখতে চায় ম্যানেজমেন্ট।
বাংলাদেশের বিপক্ষে হারের পর নাকভি পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছেন, ‘আল্লাহ চাইলে আমি পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান করব। আরও পরিবর্তন আসছে। বিষয়গুলো একই রকম থাকবে না, পর্দার আড়ালে অনেক কিছুই হচ্ছে।’
এই নিয়ে ঘরের মাঠে টানা ৯ ম্যাচে জয়হীন পাকিস্তান। এর মধ্যে ৫টিতে দেখেছে হারের মুখ এবং ৪টি করেছে ড্র। গেল বছর ওয়ানডে বিশ্বকাপ থেকেই আসলে অধঃপতন শুরু হয়েছে পাকিস্তান দলের। তবে এই খারাপ সময় কাটিয়ে আবারও ধুরে দাঁড়াতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে দলটি। এর জন্য নিজের সেরাটাই করে দেখানোর ইঙ্গিত দিয়েছেন বোর্ড প্রধান।