পাকিস্তানের মাটিতে খেলতে চান কুলদীপ

পাকিস্তানের মাটিতে খেলতে চান কুলদীপ

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব দেখা যায় খেলার মাঠেও। যদি গত প্রায় ১৭ বছর ধরে হয়নি দুই দলের দ্বিপাক্ষিক কোনো সিরিজও। কারণ কেউই কারও দেশে যেতে খেলতে আগ্রহী কিংবা নিরাপদ মনে করে না।

পাকিস্তান যদি ভারতের মাটিতে আইসিসির টুর্নামেন্ট খেললেও পাকিস্তানের মাটিতে কোনোভাবেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট খেলতে চাচ্ছে না ভারত। তাই নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো আয়োজনের কথাও উঠেছে। সেটি আবার মেনে নিচ্ছে না পাকিস্তান।

তবে সবাইকে অবাক করে ভারতের স্পিনার কুলদীপ যাদব বলে বসলেন ভিন্নধর্মী এক কথা। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগ্রহ প্রকাশ করেছেন সময়ের অন্যতম সেরা এই স্পিনার।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কুলদীপ বলেছেন, ‘আমাদের যেখানে খেলতে বলা হবে, সেখানে খেলার জন্য তৈরি। আমি কখনও পাকিস্তানে যাইনি। তাই আমি খুবই উত্তেজিত। পাকিস্তানের মানুষেরা খুব ভালো। সুযোগ পেলে ওই দেশে গিয়ে খেলতে চাই।’

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও নিশ্চিত করে জানায়নি যে রোহিত-কোহলিরা পাকিস্তানে আগামী বছর যাবেন কিনা। ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, বরাবরের মতো সিদ্ধান্র নেওয়ার পুরো বিষয়টিই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমতি প্রদানের ওপর।

২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারত। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান শেষ বার ভারতের মাটিতে এসেছিল ২০১২-১৩ মৌসুমে। পিসিবি ইতিমধ্যে একটি সূচি প্রস্তাব করেছে। করাচি, রাওয়ালপিণ্ডি এবং লাহোরের মধ্যে ভারতের ম্যাচগুলো লাহোরে অনুষ্ঠিত হবে। এতে ভারত দলের নিরাপত্তার বিষয়েও শঙ্কা থাকবে না।

সম্পর্কিত খবর