নারী বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

নারী বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

অক্টোবর মাসের ৩ তারিখ পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আয়োজক হিসেবে এবার বাংলাদেশের নাম থাকলেও সাম্প্রতিক সময়ে এদেশে ঘটে যাওয়া ঘটনাবলির কারণে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। বিশ্বকাপ টুর্নামেন্টকে সামনে রেখে আজ (মঙ্গলবার) দল ঘোষণা করে বিসিসিআই।

হারমানপ্রীত কৌরকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন স্মৃতি মান্ধানা।

চলতি বছরের এশিয়া কাপ স্কোয়াডের ১৪ জনই এবারও আছেন বিশ্বকাপ দলে। একমাত্র উমা ছেত্রীর পরিওর্তে মূল স্কোয়াডে ডাক পেয়েছেন স্বস্তিকা এবং শ্রেয়াঙ্কা। তবে তারা কেউই পুরোপুরি ফিট না হওয়ায় নির্দিষ্ট একজনের নাম জানায়নি বোর্ড।

আগেরবার ভালো খেলেও ফাইনালের মঞ্চে জায়গা করতে পারেনি ভারত। এর আগের আসরে ফাইনালে উঠেও হারের স্বাদ পেতে হয়েছে স্মৃতি-হারমানপ্রীতদের। চলতি বছরের এহিয়া কাপেও স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ফাইনালে হেরেছে ভারত। তাই এবার বিশ্বকাপে ভালো কিছুর আশা নিয়েই নামবে তারা।

গ্রুপ-এ তে ভারতের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে। বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডঃ

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জেমিমা রদ্রিগেজ, স্বস্তিকা ভাটিয়া, পুজা বস্ত্রাকার, অরুন্ধতি রেড্ডি, দায়ালান হেমলাথা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সঞ্জনা সঞ্জীবন।

রিজার্ভঃ তনুজ কানোয়ার, উমা ছেত্রী এবং সাইমা ঠাকুর।

সম্পর্কিত খবর