রোহিত শর্মার কথায় অনুপ্রাণিত হয়েছেন রিংকু
ভারতের বিশ্বকাপ দলে কেন রিংকু সিং ছিলেন না, এটা নিয়ে সমালোচনা হয়েছিলো বেশ। একে তো টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য, তার ওপর রিংকু যে ফর্মে ছিলেন, কম বেশি সবারই প্রত্যাশা ছিল বিশ্বকাপের একাদশেই থাকবেন তিনি। কিন্তু জায়গা হয়নি স্কোয়াডেও। দলের সাথে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে গা গরম করেছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।
দলে জায়গা না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছিলেন এই হার্ড-হিটার। তবে ক্যাপ্টেন রোহিত শর্মার কিছু কথায় অনুপ্রাণিত হয়েছিলেন এই ব্যাটার। কী এমন বলেছিলেন রোহিত, যে মাইন্ডসেট পরিবর্তন হয়ে গিয়েছিলো রিংকুর।
‘দল ঘোষণার পরে রোহিত ভাই আমাকে বললেন, এখনও অনেক সময় আছে। তোমার বয়স কম। সামনে আরও বিশ্বকাপ আসবে। প্রতি দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। তাই চিন্তা করার কিছু নেই। খালি পরিশ্রম করে যাও। সামনে অনেক বিশ্বকাপ তুমি খেলবে।’
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরেই ছিলেন রোহিত-কোহলি। বিশ্বাকাপের আগে তাদের সঙ্গে খুব একটা ড্রেসিংরুম শেয়ার করা হয়নি রিংকুর। তবে যখন খুব কাছ থেকে দেখেছেন তাদের নিয়ে কী মনে হয়েছে রিংকুর?
‘রোহিত ভাইয়ের ক্যাপ্টেন্সি আমার খুব ভাল লাগে। বিরাট ভাইকেও ভালো লাগে। বিরাট ভাইয়ের আগ্রাসন অনেক বেশি। রোহিত ভাই শান্ত। আমিও শান্ত। উনি যেভাবে দলকে চালান সেটা আমার বেশ দারুণ লাগে।’
২৭ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন ২৭ টি-টোয়েন্টি আর দুই ওয়ানডেতে। সামনের দিনগুলোতে দলের জয়ে বড় ভূমিকা পালন করবেন এমনটাই আশা করেন তিনি এবং তার সমর্থকরা।