অভিষেকেই বার্সাকে জেতালেন অলমো

অভিষেকেই বার্সাকে জেতালেন অলমো

দানি অলমোকে কিনেও স্বস্তিতে ছিল না বার্সেলোনা। তাকে নিবন্ধন করা নিয়ে পোহাতে হয়েছে নানা ঝামেলা। তবে শেষমেশ গতকাল সকালে তাকে নিবন্ধন করিয়েছে ক্লাবটা। প্রতিদানটা তিনি রাতেই দিতে শুরু করলেন। ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের দিনেই গোল করলেন, সেই এক গোলে জয়ও নিশ্চিত হয়ে গেল বার্সার। রায়ো ভায়েকানোকে হারালো ২-১ গোলে। 

আরবি লাইপজিগ থেকে তিনি কিছু দিন আগেই বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন। তাকে কিনতে বার্সাকে গুণতে হয়েছে ৬ কোটি ইউরো। তবে স্প্যানিশ লিগের কড়া অর্থনৈতিক নিয়মের বেড়াজালে পড়ে তাকে নিবন্ধন করাতে বেগ পেতে হচ্ছিল ক্লাবটিকে।

ইলকায় গুন্দোয়ানকে ছেড়ে দেওয়া ও ডিফেন্ডার ক্লেমেন্ত লংলেকে আতলেতিকো মাদ্রিদে পাঠিয়ে দেওয়ার পর তাকে নিবন্ধন করাতে সক্ষম হয় ক্লাবটা। 

তারপর গত রাতেই তিনি প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নামেন মাঠে। নেমেই করেন দারুণ এক গোল। লামিন ইয়ামালের পাস থেকে কোণাকুণি এক শটে বল জড়ান জালে। সেই এক গোলই বার্সার জয় নিশ্চিত করে দেয়। 

তার আগে উনাই লোপেজের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক রায়ো। সে লিড তারা ধরে রেখেছিল প্রায় ঘণ্টার কাটা পেরোনোর আগ পর্যন্ত। এরপর রাফিনিয়ার পাস থেকে পেদ্রি সমতায় ফেরান দলকে। তারপর অলমোর ওই গোল বার্সাকে তুলে দেয় টেবিলের শীর্ষে। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে কোচ হানসি ফ্লিকের দল। 

সম্পর্কিত খবর