পাকিস্তানের মাটিতে খেলার স্বপ্ন ভারতীয় ক্রিকেটারের

পাকিস্তানের মাটিতে খেলার স্বপ্ন ভারতীয় ক্রিকেটারের

পাকিস্তান আর ভারতের মধ্যকার রাজনৈতিক সম্পর্কটা রীতিমতো আদায়-কাঁচকলায়। তার ছাপ খেলাতেও পরে খুব ভালোভাবে। পাকিস্তানের মাটিতে গিয়ে খেলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তি অনেক বছর ধরেই। সবশেষ পাকিস্তান সফরটা ভারত করেছিল সেই ২০০৮ সালে এশিয়া কাপে। এরপর থেকেই নানা অযুহাতে দেশটিতে সফর বন্ধ রেখেছে ভারত ক্রিকেট দল।

ভারতের পাকিস্তানে না যাওয়ার নীতির বাইরে গিয়ে বিরাট কোহলি নিজের অভিপ্রায় জানিয়েছিলেন কয়েক মাস আগে। এবার কোহলির পথে হাঁটলেন কুলদীপ যাদবও। তিনি জানালেন, পাকিস্তানের মাটিতে গিয়ে খেলার ইচ্ছা আছে তার। 

আসছে বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা পাকিস্তানের। তবে সেখানে গিয়ে না খেলার গোঁ ধরে বসে আছে ভারত। কুলদীপ জানালেন তার মনের কথা। তার ভাষ্য, ‘আমাদের যেখানে খেলতে বলা হবে, সেখানে খেলার জন্য তৈরি। আমি কখনও পাকিস্তানে যাইনি। তাই আমি খুবই রোমাঞ্চিত। পাকিস্তানের মানুষেরা খুব ভাল। সুযোগ পেলে ওই দেশে গিয়ে খেলতে চাই।’

ভারতকে বাড়তি আতিথ্য দিতে পাকিস্তান বিশেষ একটা ব্যবস্থা করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের খেলাগুলো একই ভেন্যুতে রাখা হয়েছে। তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও দেওয়া হবে বলে জানিয়েছে পিসিবি।

২০০৮ সালের পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। এবার তাদেরকে পাক মুল্লুকে নিতেই যত ব্যবস্থা পিসিবির। এত আয়োজনের পর, এতো ক্রিকেটারের অভিপ্রায় জানার পরও কি মন গলবে ভারত সরকারের?

সম্পর্কিত খবর