টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করলো ক্যারিবীয়রা
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে সিরিজে ১-০ ব্যবধানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতেই টি-টোয়েন্টি সিরিজটি ছিল ক্যারিবীয়দের জন্য মান বাঁচানোর। যেখানে স্বাগতিকরা কেবল উতরেই যায়নি, হোয়াইটওয়াশ করে ছেড়েছে প্রোটিয়াদের।
সিরিজের তৃতীয় ম্যাচে আজ (বুধবার) বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতেই সিরিজটা ৩-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।
এর আগে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩০ রানের জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে তারা জয়টা পেয়েছিল ৭ উইকেটের।
ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। বৃষ্টি বাঁধায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ইনিংস প্রতি ১৩ ওভারে। সেখানে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১০৮ রানের লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়ায় শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে দ্বিতীয় বলেই সাজঘরে পাড়ি জমান ওপেনার আলিক অ্যাথানজে। তবে সাই হোপ ও নিকোলাস পুরানের তাণ্ডবে ৩ ওভারে ৪ বলেই সংগ্রহ পৌঁছে যায় ৬০ রানে। এরপরের পরেই পুরান (৩৫) ফিরলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন হোপ। পরে তৃতীয় উইকেটে শিমরান হেটমায়ারকে নিয়ে অপরাজিত ৫৬ রানের জুটিতে ৯ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। দলীয় সর্বোচ্চ ৪২ রান করেন হোপ। পুরো সিরিজে মোট ১৩৪ রান করার সিরিজসেরার খেতাব জেতেন এই ওপেনার।
এদিকে এর আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীরগতির পায় সফরকারীরা। ৫ ওভার শেষে ১ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ছিল স্রেফ ২৩ রান। তবে ট্রিস্টান স্টাবসের ১৫ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস এবং অধিনায়ক মার্করামের ১২ বলে ২০ রান চড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় প্রোটিয়ারা। সেখানে ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন রোমারিও শেফার্ড এবং জেতেন ম্যাচসেরার খেতাবটিও।