র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মুশফিক

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মুশফিক

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশ দারুণ এক ইতিহাসই গড়েছে। পাকিস্তানকে হারিয়েছে ১০ উইকেটে। গড়ে ফেলেছে একাধিক রেকর্ড। আর এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে তার ১৯১ রানের ইনিংসে ভর করেই মূলত বড় লিড পায় বাংলাদেশ। 

সে পারফর্ম্যান্সের জন্য তিনি ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এবার আরও এক সুখবর পেলেন তিনি। আইসিসির র‍্যাঙ্কিংয়ে তিনি চলে এসেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে। 

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি ১৯১ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনি ব্যাট করার সুযোগই পাননি। তার আগেই দল জিতে গেছে। 

এই ইনিংসের সুবাদে তিনি ১৭তম অবস্থানে উঠে এসেছেন। ক্যারিয়ারে এত উঁচুতে কখনোই চড়ে বসতে পারেননি মুশফিক। তার রেটিং পয়েন্ট এখন ৬৮৪। এটাও তার ক্যারিয়ারসেরা। 

পাকিস্তান দলের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও এগিয়েছেন বেশ। প্রথম ইনিংসে বড় সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে লড়াকু এক হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তার ফলে তিনি এগিয়েছেন সাত ধাপ। পাক এই উইকেটরক্ষক এখন সেরা দশেও ঢুকে পরেছেন। তিনি নতুন ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে তার অবস্থান দশে।

তবে বাবর আজমের অবনমন ঘটেছে এই টেস্টের পর। প্রথম ইনিংসে তিনি রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ২২ রান। তার ফলে তিনি র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থান থেকে নেমে গেছেন রিজওয়ানের ঠিক আগে, নবম স্থানে।

সম্পর্কিত খবর