দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে তিন পরিবর্তন

দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুরুতে ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান। পরে সিরিজের প্রথম টেস্টের তিন দিন আগে সেই দল থেকে আবরার আহমেদ ও কামরান গুলামকে সরিয়ে দেয় তারা। রাওয়ালপিন্ডি টেস্টে শুরুর একদিন আগে সরানো হয় পেসার আমের জামালকেও। অবশ্য তার ছিল চোট ইস্যু। তবে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য বাদ পড়া সেই তিন ক্রিকেটারকেই ফেরাল স্বাগতিকরা। 

আবরার সরিয়ে নেওয়ার পর থেকেই বেশ সমালোচিত হতে হয় পাকিস্তান দলকে। শেষ পর্যন্ত প্রথম টেস্টে সেই স্পিন ইস্যুতেই ভুগেছে স্বাগতিকরা। বাংলাদেশের ১০ উইকেটের বড় জয়ে অবদান ছিল সফরকারীদের স্পিনারদের। এতেই দ্বিতীয় টেস্টের আগে আবরারকে দলে ফেরাল দেশটির ক্রিকেট বোর্ড, পিসিবি। 

এদিকে প্রথম টেস্ট চলাকালীন বাবা হন শাহিন শাহ আফ্রিদি। এতে সেই টেস্ট শেষের পরপরই ছুটিতে যান এই পেসার। গুঞ্জন উঠেছিল দ্বিতীয় টেস্টে তাকে হয়তো দল নাও পেতে পারে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দ্বিতীয় টেস্টের দলেও থাকছেন শাহিন। 

আগামী ৩০ আগস্ট থেকে দ্বিতীয় টেস্টও শুরু হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেই। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। 

সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তান দল: 

শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহিন শাহ আফ্রিদি।

সম্পর্কিত খবর