সাকিবকে গ্রেফতার করা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা
সাকিব আল হাসান শেষ কিছু দিন ধরে আছেন বিব্রতকর পরিস্থিতিতে। তার নামে হত্যা মামলা করা হয়েছে। তার আগে থেকেই অবশ্য তিনি দেশে আসছিলেন না। তবে এখন গ্রেফতারের শঙ্কা থাকায় সাকিবের দেশে আসা আরও ধোঁয়াশায় পরে গেছে।
তবে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাকিব আল হাসান দেশে এলেও তাকে গ্রেফতার করা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
গত ২২ আগস্ট ঢাকার আদাবর থানায় সাকিবসহ আরও ১৫৬ জনের নামে হত্যা মামলা করা হয়। এজাহারে বলা হয়, গার্মেন্টস কর্মী রুবেলের মৃত্যুতে হুকুমের আসামী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও অনেকে, তাদের সঙ্গে সাকিবও ছিলেন তালিকার ২৮ নম্বর আসামী হিসেবে।
২৪ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী বিসিবিকে একটি আইনি নোটিশও পাঠিয়েছিলেন যেন তাকে দল থেকে বাদ দেওয়া হয়, এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য দেশে ফেরত পাঠানো হয়।
তবে তিনি দেশে ফিরলে গ্রেফতার করা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘সাকিবের বিরুদ্ধে স্রেফ একটা মামলা করা হয়েছে। মামলা হওয়া বা এফআরআই হওয়া মানে গ্রেপ্তার না। আমি আশা করি তাকে গ্রেফতার করা হবে না।’
কেন করা হবে না, তারও একটা ব্যাখ্যা দিলেন তিনি। বললেন, ‘আমি জানি যে পুলিশ বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে যেন এই ধরনের ঘটনায় তারা যতটা সম্ভব নিজেদের সংযত রাখেন।’
তবে তিনি ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হকের আইনি হয়রানি নিয়েও হতাশা প্রকাশ করেন। আওয়ামী সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার জামিন আবেদনও বারবার নামঞ্জুর হয়।
তিনি বলেন, ‘সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে, তাই না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমিনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, আমি নিজে তো কলাম লিখেছিলাম কিন্তু আপনাদের কাউকে লিখতে দেখি নাই। মামলা, গ্রেপ্তার সব হয়েছে। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে। কিন্তু আমি আশা করি, সাকিব গ্রেপ্তার হবে না।’
সাকিব অবশ্য এই মামলার পর থেকে সতীর্থদের বড় সমর্থন পেয়ে আসছেন। মুশফিকুর রহিম, মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্তরা তার পাশে আছেন বলে জানিয়েছেন। এমনকি বিসিবিও তাকে বার্তা দিয়েছে পাশে থাকার।