নেপালকে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শিরোপার দুয়ার থেকে খালি হাতে ফেরার বেদনা এর আগে তিন বার সয়েছে বাংলাদেশ, তবে অনূর্ধ্ব ২০ সাফের শিরোপাটা জিততে পারেনি কখনোই। এবার সে আক্ষেপটা মেটানোর মিশন নিয়ে গিয়েছিল দল। ফাইনালে নেপাল ছিল কোচ মারুফুল হকের দলের সামনে যাদের কাছেও ফাইনালে হারের দুঃস্মৃতি ছিল অতীতে। 

তবে সে সব স্মৃতি এখন কেবলই অতীত। ফাইনালে যে নেপালকে এবার ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ! তাতে প্রথম বারের মতো অনূর্ধ্ব ২০ সাফের শিরোপাটাও উঁচিয়ে ধরলেন মিরাজুলরা। 

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ শুরু থেকে দাপট দেখিয়েছে সফরকারী বাংলাদেশই। যদিও প্রথম গোলের জন্য দলকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। দারুণ এক গোলে মিরাজুল বাংলাদেশকে এগিয়ে দেন। 

এরপর দ্বিতীয় গোলও মারুফুলের দল খুব দ্রুতই পেয়ে যায়। ৫৫ মিনিটে আবারও গোলের দেখা পেয়ে যান মিরাজুল। গোলরক্ষককে ফাঁকি দিয়ে চৌকস এক হেডার থেকে আসে তার এ গোল। 

৭০ মিনিটে রাব্বি হোসেন রাহুল যোগ দেন গোলের মিছিলে। তখন মনে হচ্ছিল খুব সহজেই বুঝি জিততে চলেছে বাংলাদেশ। তবে মিনিট পাঁচেক পর নেপাল গোল করে কিছুক্ষণের জন্য একটু দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশকে। গোলটি করেছিলেন সামির তামাং।

তবে ১০ মিনিটের যোগ করা সময়ে গোল করে ম্যাচের সব অনিশ্চয়তা উড়িয়ে দেন পিয়াস আহমেদ নোভা। তার শটটা গোললাইন পেরিয়ে গিয়েছিল কি না, তা নিয়ে একটু সংশয় থাকলেও রেফারি শেষমেশ গোলটা দিয়ে দেন বাংলাদেশকে। আর তাতেই ৪-১ ব্যবধানে বিশাল এক জয়ের আনন্দ নিয়ে শিরোপার উৎসবে মাতে বাংলাদেশ।

সম্পর্কিত খবর