২০১৭-এর দুঃস্মৃতি ভুলে নেপালে বাংলাদেশের ‘প্রতিশোধ’  

২০১৭-এর দুঃস্মৃতি ভুলে নেপালে বাংলাদেশের ‘প্রতিশোধ’  

 

২০১৭ সালের আসরে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে নেপালের কাছে হেরে ভুটান থেকে সেবার রানার্স-আপ হয়ে ফিরতে হয়েছিল যুবাদের। মাঝে ২০১৯ এবং ২০২২ আসরেও ফাইনাল খেলেছে তারা। সেই দু'বার হেরেছে ভারতের বিপক্ষে। তবে এবারের আসরে সাত বছর আগের দুঃস্মৃতি ভুলে সেই নেপালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে অনেকটা প্রতিশোধ তুলেই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলটি। 

গ্রুপপর্বে শুরুর দুই ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে জয়ে আসরের শুরুটা দারুণ পায় বাংলাদেশ। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে ফের নেপালের বাঁধা। স্বাগতিকদের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় মারুফুল হকের দলটি। এতে এ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে টুর্নামেন্টটির সেমিতে পৌঁছায় তারা। 

পরে সেমিতে এসে প্রতিশোধটা নেওয়া হয়ে যায় ভারতের বিপক্ষেও। ২০১৯ ও এর আগের ২০২২ আসরে তাদের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেস্তে গিয়েছিল বাংলাদেশের। এবার ট্রাইব্রেকারে সেই ভারতকে হারিয়ে ফাইনালের মঞ্চে পৌঁছায় মারুফুল হকের দলটি। এবং আজকের (বুধবার) শিরোপা লড়াইয়ে ম্যাচে নেপালকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশের যুবারা। 

চতুর্থবারের চেষ্টায় তাই অবশেষে সফল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। মিরাজুলের জোড়া গোল এবং রাব্বি-পিয়াসদের নৈপুণ্যে নেপালে শিরোপা উঁচিয়ে ধরল মারুফুল হকের দল। 

সম্পর্কিত খবর