লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর জহির খান
২০২৩ সালে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব ছাড়েন গৌতম গম্ভীর। পরে একই দায়িত্বে তিনি যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। সেই থেকেই ফ্রাঞ্চাইজির এই পদটি ছিল খালি। তবে অবশেষে লক্ষ্ণৌয়ের মেন্টরের পদে নিযুক্ত হলেন ভারতের সাবেক তারকা পেসার জহির খান।
ক্রিকেট বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সূত্রমতে, আইপিএলের ২০২৫ আসর থেকেই এই দায়িত্বে থাকবেন জহির। অবশ্য তার দায়িত্ব এই পদেই সীমাবদ্ধ থাকছে না। ফ্রাঞ্চাইজিটির ক্রিকেটার স্কাউটিং ও ক্রিকেটারদের ডেভেলপমেন্ট প্রোগ্রামেও যুক্ত থাকবেন জহির।
এদিকে একাধিক সূত্র বলছে, লক্ষ্ণৌয়ের বোলিং কোচের দায়িত্বটাও নেবেন জহির। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ফ্রাঞ্চাইজিটি। লক্ষ্ণৌয়ে এর আগে বোলিং কোচ ছিলেন মরনে মরকেল। তিনি এখন ভারতের জাতীয় দলের পেস বোলিং কোচ।
২০১৭ আইপিএলে খেলার পর সব ধরণের ক্রিকেটকে বিদায় বলে দেন জহির। এরপরই নেমে পড়েন কোচিং ক্যারিয়ারে। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত কাজ করেছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। প্রথমে ছিলেন দলটি ক্রিকেট পরিচালক এবং পরে দায়িত্বে ছিলেন গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধান হিসেবে।
এদিকে এদিকে লক্ষ্ণৌয়ের কোচিং প্যানেল থাকছে আগের মতোনই। প্রধান কোচের দায়িত্ব থাকছেন জাস্টিন ল্যাঙ্গার, যিনি ২০২৪ আসর শুরুর আগে অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হয়েছিলেন। ল্যাঙ্গারের সহকারী হিসেবে থাকবেন ল্যান্স ক্রুজনার ও অ্যাগাম ভোগেস।