বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ এ দলের ম্যাচ

বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ এ দলের ম্যাচ

ইসলামাবাদে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ভেস্তে গেল বাংলাদেশ এ দল ও পাকিস্তান শাহিনসের মধ্যকার দ্বিতীয় এক দিনের ম্যাচটি। টানা বৃষ্টির কারণে ম্যাচে গড়ায়নি টসও। 

ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে সিরিজের প্রথম এক দিনের ম্যাচে ৮ উইকেটে বড় ব্যবধানে জেতে স্বাগতিকরা। এতেই দ্বিতীয় ম্যাচটি পণ্ড হওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে লিড থাকল পাকিস্তান শাহিনসের কাছেই। একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। 

টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে আজকের ম্যাচে টসের নির্ধারিত সময় বিলম্বের পর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে মাঠ পর্যবেক্ষণের সময় নির্ধারিত করেছিল আম্পায়াররা। সেখানে বলা হয়েছিল স্টেডিয়ামে ফ্লাডলাইট থাকায় প্রয়োজনে ৯টা পর্যন্ত অপেক্ষা করা হবে। তবে বিকেল পর্যন্তও বৃষ্টির কোনো উন্নতি না দেখায় ঘোষণা আসে ম্যাচ পরিত্যক্তের।  

এর আগে প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রানের সংগ্রহ পেয়েছিল তাওহীদ হৃদয়ের দল। পরে সেই ম্যাচ ৮ উইকেটেই জিতে নেয় স্বাগতিকরা। 

ওয়ানডে সিরিজের আগে দুটি চার দিনের ম্যাচের সিরিজটি ড্র করে শিরোপা ভাগাভাগি করে দল দুটি। এবারের সিরিজটাও ড্র করতে হলে শুক্রবার ম্যাচে জয়ের বিকল্প নেই হৃদয়-সাইফদের কাছে। 

 

সম্পর্কিত খবর